৫ বছর পর রাঙ্গুনিয়ার হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাটি ইকবালকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তার ইকবাল উপজেলার লালানগর ইউনিয়নের ২ নম্বর জালাল ফকিরপাড়া এলাকার নূর মিয়া চৌধুরীর ছেলে। রবিবার (২৪ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
র্যাব জানায়, গ্রেপ্তার ইকবাল আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, র্যাবের পাশাপাশি পুলিশও অভিযানে অংশ নেন। পরে র্যাবের হাতে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা এবং হত্যা চেষ্টাসহ ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ