চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিজ দেশে ফিরে যেতে উখিয়ায় রোহিঙ্গা তরুণদের সমাবেশ

টেকনাফ সংবাদদাতা

২৩ নভেম্বর, ২০২৪ | ৯:৪৪ অপরাহ্ণ

নিজ দেশে ফিরে যেতে সমাবেশ করেছে রোহিঙ্গা তরুণরা। শনিবার (২৩ নভেম্বর) সকালে উখিয়ার ক্যাম্প সংলগ্ন মাঠে ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান এ সমাবেশের আয়োজন করে।

রোহিঙ্গা নেতা মাস্টার দিল মোহাম্মদ বলেন, সমাবেশে সব রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকতে ও আরাকানে ফিরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়। মিয়ানমারে ফিরে যেতে তরুণরা ক্যাম্পে আরও সচেতনতা বাড়ানোর জন্য কাজ করার কথা জানান তিনি। দুপুরে সমাবেশটি শেষ করা হয়।

এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা যুবকরা ক্যাম্পে একটি সমাবেশ করেছেন। সমাবেশটি দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশের টিম জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট