চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সাতকানিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

২৩ নভেম্বর, ২০২৪ | ৬:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনোহর চৌধুরী পাড়ার ইউনুছ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ রাইয়ান উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনোহর চৌধুরী পাড়ার ব্যবসায়ী সাহাব উদ্দীনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদ রাইয়ান খেলার ছলে পরিবারের লোকদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরে ভাসমান অবস্থায় পানি থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুর রহমান পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট