চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

মিরসরাই সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৪ | ৫:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দলটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার নিজামপুর এলাকায় দুপুর ১২ টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলা এ সংঘর্ষ হয়। এতে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, নিজামপুর বাজারে সরকারবাড়ির প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের সঙ্গে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমের অনুসারী নেতাকর্মীদের গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঝামেলা শুরু হয়। যা শুক্রবারে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের বিষয়ে মিরসরাই উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম বলেন, ‘পরিকল্পিতভাবে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে৷ স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ ও তার পরিবারের মহিলা সদস্যদের গায়ে তারা হাত তুলেছে৷ দলীয় বিশৃঙ্খলা যারা করেছে দলের রীতি অনুযায়ী তদন্ত করে তাদের বিচার হওয়া উচিত।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, দলীয় কোন্দলকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়া ৭ জন আহত হওয়ার খবর শুনেছি৷ অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট