চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে বরুমতি খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চন্দনাইশে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চন্দনাইশ সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৪ | ১০:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সুজন কান্তি নাথ (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় দোহাজারী পৌরসভার নাথপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সুজন ওই এলাকার সনাতন কান্তি নাথের ছেলে।

 

নিহতের চাচাতো ভাই চন্দন কান্তি নাথ জানান, সুজন কান্তি নাথ ২০০৮ সাল থেকে মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে চিকিৎসা ও চলছে। সে অবিবাহিত। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নিজের শয়ন কক্ষে চা-নাশতা খেয়ে আচমকা ঘরের দরজা বন্ধ করে দেন সুজন। কিছুক্ষণ পর আমার জেঠা তেজেন্দ্র নাথ ছেলে সুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে টিন খুলে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে দোহাজারী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে পুলিশকে খবর দিলে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতাল থেকে সুজনের মরদেহ থানায় নিয়ে যান।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, মঙ্গলবার সকালে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

 

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট