চট্টগ্রাম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি হলেন আব্দুল জব্বার

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪ | ৮:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৫-২০২৬ কার্যকালের জন্য সেক্রেটারি মনোনীত হয়েছেন আবদুল জব্বার। এর আগে তিনি চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

 

জানা যায়, রবিবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে ২০২৫-২০২৬ সালের চট্টগ্রাম উত্তর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়। এ সময় তাঁর নাম ঘোষণা করা হয়।

 

আব্দুল জব্বার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের রত্নপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর উত্তর-পূর্ব জেলার সভাপতি ও চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্ব পালন করে সর্বশেষ কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক দায়িত্ব পালন করেন। বিদায় নিয়ে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীতে যোগদান করে বাকলিয়া থানার আমীর হিসাবে দায়িত্ব পালন করেন।

 

জেলা কমিটির মনোনীত অন্যরা হলেন, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, কর্মপরিষদ সদস্য, মাস্টার নুরুচ্ছালাম, আব্দুল কুদ্দুস, ড. আব্দুল হামিদ চৌধুরী, অধ্যক্ষ নূরনবী, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দীন, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, ইউসুফ বিন আবু বক্কর, জসিম উদ্দিন আল আজাদ, মাওলানা জামাল হোসাইন ও মাওলানা মহিউদ্দিন।

 

জেলা আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল প্রধান মাওলানা মোহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম জোনের টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া, অধ্যক্ষ আমিরুজ্জামান ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।

 

অন্যদিকে একইদিন জেলা কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা আমির ২০২৫-২০২৬ কার্যকালের জন্য থানা ও উপজেলা সমূহের নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- জোরারগঞ্জ থানা মাওলানা নুরুল হুদা হামিদী, মীরসরাই থানা মাওলানা নুরুল কবির, সীতাকুণ্ড উপজেলা মাওলানা মিজানুর রহমান, সন্দ্বীপ উপজেলা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, ভূজপুর থানা অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা নাজিম উদ্দীন ইমু, হাটহাজারী উপজেলা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাউজান উপজেলায় শাহাজাহান মঞ্জু ও রাঙ্গুনিয়া উপজেলায় মাওলানা হাসান মুরাদ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট