চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সেবা দেবে ইংল্যান্ডের এমএসি

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪ | ৭:২২ অপরাহ্ণ

বাংলাদেশের গরিব রোগীদের বিনামূল্যে অপারেশন ও এনেস্থিসিয়া সেবা দেবে বিশ্বব্যাপী শুধুমাত্র চিকিৎসা সেবা নিয়ে কাজ করা ইংল্যান্ডের সংগঠন মেডিক্স এক্রস কন্টিনেন্টস (এমএসি)। যেখানে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা বা অপারেশনের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।

 

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা ইংল্যান্ডের ৬ জন সার্জন, ২ জন এনেস্থিসিয়াসহ ১০ জনের টিম সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও অপারেশনের কর্মসূচি নিয়ে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

 

এটি নিয়ে লন্ডনস্থ মেডিক্স এক্রস কন্টিনেন্টসের প্রধান কার্যালয়ে সোমবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে।

 

চুক্তিতে মেডিক্স এক্রস কন্টিনেন্টসের সিইও সালমান মুজতবা ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের (অ্যাশ ফাউন্ডেশন) চেয়ারম্যান ও সিইও প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, মেডিকেল এইড বিতরণ ও সাধারণ অপারেশনের পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসা বা অপারেশনের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট