বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে ৫৬ জন মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে। তাদের মধ্যে ৪৪ জন তংচংগ্যা ও ১২ জন বৌদ্ধ সম্প্রদায়ের লোক বলে জানা গেছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অনুমানিক ৮ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান করছে। যেখানে পুলিশ এবং প্রশাসন তাদের পরিচয় শনাক্তের কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম। তিনি বলেন, সোমবার সকালে প্রায় ৫৬ জন মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে। পরবর্তীতে জানানো হবে তাদের জন্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে।
পালিয়ে অনুপ্রবেশ করা মুসা তংচংগ্যা ও বাবু বড়ুয়া বলেন, মিয়ানমারের মেদাই পাড়া থেকে ৪৪ জন ও টেকিবনিয়াস্থ নাটালা পাড়া থেকে দুই পারিবারের মোট ১২ জন বৌদ্ধ সম্প্রদায়ের সদস্য বিদ্রোহীদের নির্যাতনের কারণে প্রাণ রক্ষার্থে বাংলাদেশ সীমান্তের ৩৬-৩৭ পিলারের মাঝামাঝি স্থান থেকে এপারে (বাংলাদেশে) অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন তারা।
পূর্বকোণ/পিআর