চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ফটিকছড়ির বারোমাসিয়া চা বাগানে শ্রমিক-কর্মকর্তা হাতাহাতি

নাজিরহাট সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২৪ | ৯:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর থানাধীন বারোমাসিয়া চা বাগানে বাগানের শ্রমিকের সাথে কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বাগানের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় বাগানের এজিএম দিদারুল আলম ও ম্যানেজার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জুনায়েদসহ উনাদের সাথে থাকা শাহাদাত ও হায়দার সামান্য আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনা পরবর্তী বাগানে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।

 

সূত্রমতে, সোমবার দুপুরে বাগান কর্তৃপক্ষ লোকবল নিয়ে বাগানের পুকুর পাড়ে চা শ্রমিক মুহাম্মদ বশরের বসতঘরের সামনে চা চারা রোপন করতে যায়। এতে বাধা দেয় বশর। তার বাধা উপেক্ষা করে বাগান কর্তৃপক্ষ কাজ চালিয়ে যেতে চাইলে উভয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়।

 

এক পর্যায়ে মুহাম্মদ বশর বিষয়টি বাগানের পঞ্চায়েত নেতাদের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হয়ে বাগান কর্তৃপক্ষকে বসতঘরের সামনে চারা রোপন না করতে অনুরোধ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কিল ঘুষিতে কয়েকজন আহত হয়, তবে গুরুতর নই।

 

জানতে চাইলে বাগান পঞ্চায়েত সভাপতি অপু কুর্মি জানান, বাগানের কর্মকর্তারা কবরস্থান, মন্দিরের জায়গা, বাড়ির উঠান, চলাচলের রাস্তার উপর চারা রোপন কার্যক্রম চালাচ্ছে। এতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বশর নামের এক শ্রমিকের বসত ঘরের সামনে চারা রোপন করতে গেলে বাগানের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে। ওরা শ্রমিকের প্রতিরোদে পিছু হটেছে। শ্রমিকরা বাগানে মিছিল করে প্রতিবাদ জানিয়েছে।

 

বাগানের ম্যানেজার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জুনায়েদের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। উদালিয়া ফাঁড়ির পুলিশ কর্মকর্তা মেহের আলী জানান, বাগানের সিনিয়র কর্মকর্তাদের সাথে শ্রমিকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বড় কোন অঘটন ঘটেনি। পরিস্থিতি শান্ত আছে। কোন অভিযোগ বা মামলা হয়নি।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট