চট্টগ্রামের ফটিকছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের জন্য ভোট চাইলেন এক বৌদ্ধ ধর্মগুরু। সমাবেশে বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা জামায়াতের প্রার্থীকে সমর্থন করেন।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ধর্মপুর এলাকায় ৩৬ বছর পর সমাবেশ করে জামায়াতে ইসলামী দক্ষিণ ফটিকছড়ি শাখা। এ সময় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় নেতাদের দলবল নিয়ে উপস্থিতি ও জামায়াতের প্রার্থীর জন্য ভোট চাওয়ার বিষয়টি ‘টক অব দ্য ফটিকছড়ি’তে পরিণত হয়।
সমাবেশে কোঠেরপাড় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির বলেন, আমি আপনাদের কাছে একটি আবদার করবো, সেটি হচ্ছে ফটিকছড়িতে আগামী নির্বাচনে নুরুল আমিন সাহেবকে ভোট দেবেন। আমরা সবাই তার সাথে আছি।
এতে বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণ সমিতির সভাপতি লায়ন প্রশান্ত বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি সজল বড়ুয়া, যুগ্ম-সম্পাদক অজয় বড়ুয়া উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে হিন্দু প্রতিনিধি উপস্থিত হয়ে জামায়াত নেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আসন্ন নির্বাচনের জন্য সমর্থন জানান। এতে ডা. বাবুল দাশ, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি ডা. বাবুল দাশ, সহ-সভাপতি তপন কুমার নাথ, সেক্রেটারি কাঞ্চন দাশ ও সদস্য কালীপদ পাল, বিমল নাথ, চাবন দাশ, বাবুল দাশ, সুবাশ বণিক, সুজন শীল, রুবেল নাথ, নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/ইব