চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

হিউম্যান কেয়ারের সাথে অ্যাশ ফাউন্ডেশনের পার্টনারশিপ চুক্তি

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪ | ১০:৪৫ অপরাহ্ণ

মানবিক কর্মসূচি বিস্তৃত করতে ইংল্যান্ডের রেজিস্টার্ড চ্যারিটি সংস্থা হিউম্যান কেয়ারের সাথে বাংলাদেশে রেজিস্টার্ড এনজিও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পার্টনারশিপ চুক্তি সম্পাদিত হয়েছে।

 

রবিবার (১৭ নভেম্বর) হিউম্যান কেয়ারের লন্ডনের হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর প্রোগ্রামে হিউম্যান কেয়ারের চেয়ারম্যান এডিএম ইউনুস ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।

 

অন্যান্যদের মাঝে অ্যাশ ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক এসপি মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ইব্রাহিম উপস্থিত ছিলেন।

 

এর আগে, মুসলিম এইড এর হেড অফিস লন্ডনে পৃথিবীর অন্যতম বৃহৎ চ্যারিটি সংস্থা মুসলিম এইডের সাথে অ্যাশ ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মুসলিম এইডের বর্তমান সিইও ব্রাদার খালিদ জাভিদ।

 

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন পায় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশনপ্রাপ্ত হয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।

 

মিশর থেকে গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ও অ্যাশ ফাউন্ডেশন ইউএসএ এর চলমান বিবিধ জরুরি মানবিক কর্মসূচি চলমান। এছাড়াও প্রবাস ফেরত যাত্রীদের সহায়তায় চট্টগ্রাম বিমানবন্দরে চলমান রয়েছে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট