চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় মাছ ধরার বোট চুরি

আনোয়ারা সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৪ | ৯:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সাঙ্গু নদীর তীর থেকে মাছ ধরার বোট চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বোট মালিক মুহাম্মদ আবুল কালাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

শনিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে সাঙ্গু নদীর রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা এলাকা থেকে বোটটি চুরি হয়।

 

বোট মালিক আবুল কালাম বলেন, আমার মালিকানাধীন ‘এফ বি আবদু ছমদ’ বোটটি মেরামতের জন্য সাঙ্গু নদীর তীরে রাখা হয়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এটি রশি দিয়ে গাছের খুঁটির সাথে বেঁধে আমি ও আমার মাঝিমাল্লারা চলে যায়। রবিবার সকালে এসে দেখি কে বা কারা রশি কেটে বোটটি নিয়ে গেছে। বোটের বর্তমান মূল্য ১২ লাখ টাকা বলে তিনি জানান।

 

এ বিষয়ে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক বলেন, বোট চুরির খবর পেয়ে আমরা বাঁশখালী, মহেশখালীসহ আশেপাশের নৌ পুলিশকে খবর দিয়েছি, কোস্টগার্ডকেও জানানো হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশ তৎপর রয়েছে বলেও জানান।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট