চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সহীন আটটি মোটরবাইক জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল থেকে হাটহাজারী থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এ ধরনের বাইকের জন্য ট্রাফিক আইন লঙ্ঘনের আওতায় মামলা ও জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন বলেন, ক্যাম্পাসে প্রতিদিন অনেক বহিরাগত বাইক প্রবেশ করে। এদের মধ্যে অনেকেই উচ্চগতিতে বাইক চালায়। এতে করে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা তৈরি হচ্ছে। আবার মাদককারবারি ও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে। যার ফলে আজকে ক্যাম্পাসের চারটি পয়েন্টে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করা দরকার বর্তমান প্রশাসন তাই করবে।
হাটহাজারী থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শামসুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত বাইকারদের যাতায়াত রয়েছে। এদের অধিকাংশ গাড়ির লাইসেন্স থাকে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আবাসিক ক্যাম্পাস। এখানে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আজ শুক্রবার ক্যাম্পাসে অভিযান চালিয়ে আটটি বাইক আটক করেছি। বিশ্ববিদ্যালয় নিরাপত্তার জন্য আমরা এই অভিযান অব্যাহত রাখবো।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ