পাঁচদিনের ব্যবধানে ফের আরব আমিরাতের দুবাইয়ে চট্টগ্রামের হাটহাজারীর মো. ওসমান (৪৮) নামে আরেক প্রবাসী স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মো. মামুন বলেন, বৃহস্পতিবার দুবাইয়ের স্থানীয় সময় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মো. ওসমান উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল ৩ নম্বর ওয়ার্ডের হাজী আশরাফ আলীর বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে। তার ওসমান জিশান মাহমুদ নামের ছয় বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী জয়নাব মাহমুদা নামের এক কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, ওসমান সংযুক্ত আরব আমিরাতের শারজায় শেয়ারে একটি লেদ মেশিন ওয়ার্কশপের মালিক। বৃহস্পতিবার রাতে আমিরাতের শারশা সানাইয়া এলাকার নিজ প্রতিষ্ঠানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয় ওসমান। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে ওসমান বাবা, মা, স্ত্রী সন্তান আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বর্তমানে তার মরদেহ শারজার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার লাশ দেশে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরপর গত দুই দিনে একই এলাকার দুই প্রবাসী রেমিট্যান্স যুদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত রবিবার (১০ নভেম্বর) রাতে স্ট্রোকজনিত কারণে একই উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ তজু মিস্ত্রি বাড়ির সালাউদ্দিনের (৪৫) মৃত্যু হয়।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ