চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৩৯ বছর ধরে শিক্ষার্থীদের মেধাবিকাশে অবদান রাখছে অংকুরের বৃত্তি

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৪ | ৭:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়।

 

শুক্রবার (১৫ নভেম্বর) বন্দর নগরীর ৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে বৃত্তি পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময়ের পর সকাল ১১টায় পরীক্ষা শেষ হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেন।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বাবু, সাবেক প্রধান উপদেষ্টা ড. আ ম ম মসরুর হোসাইন, আহ্বায়ক তানজীর হোসেন জুয়েল, সদস্য সচিব সানাউল্লাহসহ পরিচালনা পর্ষদ ও কর্মপরিষদের সদস্যরা।

 

অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন, ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করা এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে অবদান রেখে চলছে। অংকুরের এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, প্রসার ও শিক্ষার্থীদের মেধাবিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় আয়োজক কমিটি, অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

 

অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ ১৯৮৭ সাল থেকে বৃত্তি প্রকল্প ছাড়াও স্বাস্থ্য, ক্রীড়া, দরিদ্র তহবিল ও যোগ্য মানবসম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন