চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

 বাংলাদেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান মেয়র শাহাদাতের

বিজ্ঞপ্তি

১৩ নভেম্বর, ২০২৪ | ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর উন্নয়ন ত্বরান্বিত করতে গণমূখী, পরিবেশবান্ধব, সাশ্রয়ী, উপযুক্ত ও টেকসই, কৌশল এবং পরিকল্পনা নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

বুধবার (১৩ নভেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, দেশের উন্নয়নকে দ্রুততর করতে আলোচনার মাধ্যমে কৌশল ঠিক করুন যাতে আমরা চট্টগ্রাম নগরীকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। একইসাথে জনগণের কাতারে এসে কাজ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে।

 

নগরীর আমবাগানস্থ আইডিবি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ টিটু, প্রকৌশলী জয়নুল আবেদীন, চট্টগ্রাম আইডিইবির সাবেক সেক্রেটারী আবু তাহের, আইডিইবির সাবেক সেক্রেটারী রহিমউল্লাহ, চট্টগ্রাম জেলা আইডিইবির আহ্বায়ক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব করিম উদ্দিন, পেশাজীবি নেতা তারেক হোসাইন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি কেএম ইসহাক, প্রফেশনার ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান, ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহম্মেদ, যুবদল নেতা শওকত আলী জুয়েল, ডিএ্যাব নেতা আহসান প্রমুখ।

 

এ সময় সিডিএ, সিটি কর্পোরেশন, পিডিপি, পিজিসিবিসহ সরকারি ও বেসরকারি প্রকৌশলী, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট