হালদা নদীতে মাছ শিকার করার সময় ৫ হাজার মিটার ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন, উত্তর মার্দাশা ইউনিয়নের বিভিন্ন স্থান ও রাউজানের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবি এম মশিউজ্জামান।
তিনি বলেন, হালদা নদীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করার সময় এসব জাল জব্দ করা হয়। নদীর মাছ রক্ষার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।
অভযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম। অভিযানে ইউএনওকে সহযোগিতা করেন আইডিএফ কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।
পূর্বকোণ/পিআর/এএইচ