চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘বিষাদ-সিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

বাংলা সাহিত্যের অমর দিকপাল, ঔপন্যাসিক, নাট্যকার, গদ্যশিল্পী ও মহাকাব্যিক ‘বিষাদসিন্ধুর’ রচয়িতা মীর মশাররফ হোসেনের আজ ১৭৭তম জন্মবার্ষিকী। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালীর গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি মুসলমান সাহিত্যিকদের এই পথিকৃৎ।

 

মীর মশাররফ হোসেনের বাবার নাম সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মায়ের নাম দৌলতন নেছা। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী নবাব স্টেটে বসবাস করতেন। এখানেই তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরে পদমদীতে তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হয়। এরপর থেকেই মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সটির যাত্রা শুরু।

 

তার শিল্পকর্মের মধ্য দিয়ে বাংলার মুসলিম সমাজের দীর্ঘ অর্ধশতাব্দীর জড়তা দূর হয়ে আধুনিক ধারায় এবং রীতিতে সাহিত্যচর্চার সূত্রপাত ঘটে। তার লেখা উপন্যাস ‘উদাসী পথিকের মনের কথা’ (১৮৯০), ‘গাজী মিয়ার বস্তানী’, ‘জমিদার দর্পণ’ (১৮৭৩), আত্মকাহিনিমূলক রচনাবলী ‘আমার জীবনী’, ‘বিবি কুলসুম’সহ (১৯১০) বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ ও ধর্মবিষয়ক বাংলা সাহিত্যের ৩৭টি অমর সৃষ্টি রয়েছে।

 

এদিকে, বাংলা ভাষার অন্যতম এই প্রধান গদ্যশিল্পীর জন্মবার্ষিকী ঘিরে বাংলা একাডেমি, প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মীরের সমাধিস্থল বালিয়াকান্দির নবাবপুরের পদমদীতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মীর মশাররফ হোসেনের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন