চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চলতি সপ্তাহে ভিন্ন ম্যাচে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪ | ৩:১৪ অপরাহ্ণ

আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা। ক্লাব থেকে ফুটবলাররা ফিরেছেন জাতীয় দলে। আগামী কয়েকদিন বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন ফুটবলাররা।

 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চলতি সপ্তাহে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ সপ্তাহ ও আগামী সপ্তাহে ভিন্ন ম্যাচে দু’দল খেলবে সমান দুটি করে চারটি ম্যাচ।

 

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী ১৫ নভেম্বর দিবাগত রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

 

তার আগের দিবাগত রাতে মাঠে নামবে ব্রাজিল। তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। ওই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

 

আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে লড়বে পেরুর বিপক্ষে। ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে সেই ম্যাচটি হবে ২০ নভেম্বর। বাংলাদেশ সময় সকাল ৬টায় হবে ম্যাচটি।

 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে এই দুই ম্যাচ জিতে গেলে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

 

তবে ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা। আগামী দুই ম্যাচে তাদের বেশ কঠিন পরীক্ষা দিতে হবে। তাদের একটি ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে, অন্যটি উরুগুয়ের বিপক্ষে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে আগামী ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে।

 

নিজেদের অবস্থান শক্ত করতে দুটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট চাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে দরিভাল জুনিয়রের দল।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন