চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঢাকা উত্তর সিটিতে ‘নিরাপদে স্কুলে প্রবেশ’ শীর্ষক নকশা শেখার কর্মশালা

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৪ | ৪:৩৮ অপরাহ্ণ

ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউটস (ডব্লিউআরআই) এর উদ্যোগে ডিএনসিসি’র নগর ভবন মিলনায়তনে ‘নিরাপদে স্কুলে প্রবেশ’ বিষয়ক দিনব্যাপী কাঠামোগত নকশা প্রণয়ণ শেখার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্লুমবার্গ ফিলান্থ্রপিসইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোডসেফটি (বিআইজিআরএস/BIGRS)প্রোগ্রামের অধীনে ডাব্লুআর আই কর্তৃক শনিবার (৯ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

সকাল ১০টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মীর খায়রুল আলম। অতিথির বক্তব্য রাখেন ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রি. জে. মো. মঈনউদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিআইজিআরএস’র ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (ট্রাফিক-ঢাকাউত্তর) সুফিয়ান আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাইটালস্ট্রাটেজিস’র কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।

ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, আমরা সবার জন্য শহরকে নিরাপদ করতে চাই। এজন্য সড়ক ও ফুটপাথ নিরাপদ করা জরুরি। ডিএনসিসি সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে সড়ক ও ফুটপাথকে নিরাপদ করার লক্ষ্যে কাজ অব্যাহত রাখবে।

ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রি. জে. মো. মঈন উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২১ সালে ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ফর গ্লোবাল রোড সেফটি’(BIGRS) শীর্ষক বৈশ্বিক উদ্যোগের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে । এ কর্মসূচির উদ্যোগে ইতোমধ্যে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট-এর গবেষণা ও কারিগরি সহায়তায় ঢাকার বনানীর বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন সড়ককে পথচারী ও শিশুবান্ধব অবকাঠামোসহযোগে পরিবর্তন করে নির্মাণ করা হয়েছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার এবং ব্যবহার করার লক্ষ্যে কার্যক্রম বর্তমানে বাস্তবায়নাধীন।

কর্মশালার প্রথম সেশনে ডাব্লিউআরআই’র সহকারী পরামর্শক এরিনা তাহনীম ঢাকার প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

এরপর শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ যাতায়াতের অন্তরায় বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন স্থপতি ও নগর নকশাবিদ মুসতাসিম মাহমুদ খান।

লেকচার পর্বের নকশা প্রণয়ন সংক্রান্ত মূল প্রবন্ধে নকশাপ্রণয়নের নিয়মাবলী, সমাধান প্রদানের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডব্লিউ আরআই’র টেকসই শহর কর্মসূচির পরামর্শক স্থপতি ফারজানা ইসলাম তমা।

এতে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের বাস্তব সমস্যার সমাধানসহ ৩টি এলাকার নকশা প্রণয়ণ করা হয়। মোট ৪৮ জন অংশগ্রহণকারী ৬টি গ্রুপে বিভক্ত হয়ে এসব নকশা প্রণয়ন সংক্রান্ত চর্চায় অংশ নেয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চল থেকে ৩৭ জন প্রকৌশলী অংশগ্রহণ করেন- যারা ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা ও সড়ক পরিকল্পনা প্রণয়ন, নির্মাণ ও বাস্তবায়ন কাজের সঙ্গে জড়িত। কর্মশালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ৬ জন কর্মকর্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকে ৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় দল গত নকশাপ্রণয়ণ চর্চা পরিচালনায় সহায়তা করেন ডাব্লিউআরআই’র সহকারী পরামর্শক এরিনা তাহনীম, বিআইজিআরএসের ট্রান্সপোর্ট কোঅর্ডিনেটর রেজাউর রহমান প্রমুখ।

 

এ কর্মশালায় বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মো. গোলাম হোসেন, সার্ভিলেন্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলীম, ডিএনসিসি’র ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট