চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুমিল্লার কান্দিরপাড়ে উইকন চৌধুরী আর্কেডে বিক্রি মহোৎসবের উদ্বোধন

বিজ্ঞপ্তি

৮ নভেম্বর, ২০২৪ | ১২:০৫ পূর্বাহ্ণ

কুমিল্লার কান্দিরপাড়ে ব্যবসায়িক জগতে নতুন দিগন্তের উন্মোচন করেছে উইকন প্রপার্টিজের উইকন চৌধুরী আর্কেড। গতকাল বুধবার উইকন চৌধুরী আর্কেডে চারদিন ব্যাপী দোকান বিক্রি মহোৎসব উদ্বোধন করেন ভূমির মালিক হুমায়ুন মোজাহের চৌধুরী, জাহাঙ্গীর মাজহার চৌধুরী, মোহাম্মদ জাহিদ মাজহার চৌধুরী এবং উইকন প্রপার্টিজ ও পিটুপি ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, উইকন ও পিটুপি ফ্যামিলির পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, নির্বাহী পরিচালক দেওয়ান রাশিদুল হাসান, জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান, পিয়ার্স কমিউনিকেশনের নির্বাহী পরিচালক নির্ঝর চক্রবর্তী, ডিজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট নাজমুল বিন আবেদীন, কনসালটেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ হাসান, জি এম মোহাম্মদ নাজমুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগামী ৯ নভেম্বর পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ৮ টা এই বিক্রি মহোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, এখানে ক্রেতা সাধারণ ও বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে ৩০০টিরও বেশি দোকান, বিশেষ ছাড় ও সাফ কবলায় রেজিস্ট্রেশন সুবিধা, যা বিনিয়োগকে করে তুলবে আরও সহজ, সাশ্রয়ী।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট