চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

তিন পার্বত্য জেলায় অন্তর্বর্তী পরিষদ পুনর্গঠন

বান্দরবান সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৪ | ৮:১৩ অপরাহ্ণ

তিন মাস পর তিন পার্বত্য জেলায় অন্তর্বর্তী পরিষদ পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যানসহ ১৫ সদস্যের এই অন্তর্বর্তীকালীন জেলা পরিষদে বান্দরবানে অধ্যাপক থানজামা লুসাই, রাঙামাটিতে কাজল তালুকদার ও খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুন ত্রিপুরাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপ্রতির আদেশক্রমে পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিন পার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গটন করা হয়েছে।

অন্যদিকে, পরিষদের ১৪ জন সদস্যের মধ্যে বাঙালিসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধি রাখা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও অধিকাংশ সদস্যরা আত্মগোপনে চলে যান। ফলে পার্বত্য জেলা পরিষদগুলো গত তিন মাস ধরে অকার্যকর অবস্থায় পড়েছিল। সাধারণ মানুষের ভোগান্তিও ছিল চরমে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমাজসেবা পর্যটন সহ ২৩টি বিভাগ জেলা পরিষদে ন্যস্ত।

এছাড়া ভূমি ব্যবস্থাপনার একটি অংশ দেখভাল করে জেলা পরিষদগুলো। স্থানীয় লোকজনদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে সরকার তিন পার্বত্য জেলা পরিষদ গুলো পুনর্গঠন করেছে। ১৯৮৯ সালে তৎকালীন স্থানীয় সরকার চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে এই স্থানীয় সরকারের নাম পরিবর্তন করে রাখা হয় পার্বত্য জেলা পরিষদ। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে সরকারই এসেছে তারা দলীয় লোক দিয়ে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে চালিয়েছে। তবে পট পরিবর্তন এর পর বর্তমান সরকার ক্ষমতায় আসার তিন মাস পর এই তিন পার্বত্য জেলা পরিষদ গুলো পুনর্গঠন করলো। বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর আগে ২০১১ সালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

পূর্বকোণ/মিনার/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট