চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় আগুনে পুড়ল ১০ বসতঘর, কোটি টাকার ক্ষতি  

সাতকানিয়া সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৪ | ৫:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকা মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

 

বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর  ওয়ার্ডের ফুলজানির বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুর ছবুর, আব্দুর গফুর, মোহাম্মদ ইউসুফ, আব্দুল হাশেম, হারুন রশিদ, নাছির উদ্দিন, আব্দুল কাশেম, আবুল হোসেন, শাহাদাত হোসেন, আব্দুল মালেক।

 

জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০টি বসতঘর পুড়ে চাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নির্বাপিত করেন। আগুনে ১ কোটি টাকার পরিমাণ ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

 

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (লিডার) আব্দুস ছবুর বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট