লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা এবং বালবেক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, পূর্ব লেবাননের বেকা ও বালবেক অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ জন।
এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৫০ জনে। আর আহতের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে।
এদিকে, ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছেন, বালবেক ও বেকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননের কালচারমন্ত্রী বলেছেন, হামলায় বালবেকে অটোমান আমলের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া বুধবার লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছিল।
পূর্বকোণ/মাহমুদ