চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

হাজারী গলির ঘটনায় ৪৯ জনের নামে মামলা, অজ্ঞাত পাঁচ থেকে ছয় শতাধিক

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ১০:৪৬ অপরাহ্ণ

হাজারী গলির ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাত পাঁচ থেকে ছয় শত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানার উপ -পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

 

তিনি বলেন, আটক ৮২ জনের মধ্যে ৪৯ জনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে নেওয়া হবে। আর বাকি ৩৩ জনকে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযো গমাধ্যম ফেসবুকে ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে ওসমান নামের এক ব্যবসায়ীর দেয়া পোস্ট শেয়ারের ঘটনাকে কেন্দ্র করে একটি দোকানে হামলার ঘটনা ঘটে। পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যৌথ বাহিনী উপস্থিত হলে তাদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে তিন সেনা সদস্য ও বেশকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে হাজারী গলিতে রাত তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করে যৌথ বাহিনী।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট