চট্টগ্রাম বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

গতকাল রাতের প্রচণ্ড বজ্রপাত আর বৃষ্টিতে আজ সকালের আবহাওয়া একেবারেই শীতল হয়ে গেছে। সকালে বৃষ্টি না হলেও ঠাণ্ডা বাতাস আর নদ-নদী অববাহিকায় জমে থাকা কুয়াশা জানান দিচ্ছে শীত যেন আসি আসি করছে।

 

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, সারাদেশে কম বেশি বৃষ্টিপাত হতে পারে এবং সেটা থাকতে পারে সপ্তাহ জুড়েই। আর এ সময়ে আরও কমতে পারে তাপমাত্রা।

 

বুধবার (৬ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

 

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যে কারণে হালকা বৃষ্টি থাকতে পারে। আর ধীরে ধীরে শীত অনুভূত হবে।

 

শুক্রবারও (৮ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে রাত এবং দিনের ভাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থা বলছে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

 

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালি, খুলনা, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টার ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট