চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ম্যাজিক ফিগার ২৭০: ট্রাম্পের দরকার ২২, কমলার ৫৪

আন্তর্জাতিক ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে আজ কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান? কমলা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প- কাকে বেছে নেবেন আমেরিকার ভোটাররা? ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়।

 

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর ১২টা ৩০ মিনিট) ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্প ২৪৮ ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, কমলার ঝুলিতে ২১৬ ইলেকটোরাল ভোট।

 

অর্থাৎ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। দু’জনের মধ্যে ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধান ৩২।

 

এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ‘ম্যাজিক’ সংখ্যা (২৭০) স্পর্শ করতে ট্রাম্পের দরকার মাত্র ২২টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে, কমলার দরকার ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট। দুই প্রার্থীর মধ্যে যিনিই ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন