চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

অনেক এগিয়ে ট্রাম্প, প্রথম দুটি সুইং স্টেটে জয়

আন্তর্জাতিক ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ১২:০৭ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফলাফলও আসতে শুরু করেছে।

 

সবগুলো দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

 

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ঘোষিত দুটি সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যেই জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্য দুটি হলো- নর্থ ক্যারোলিনা ও জর্জিয়া। দুটি স্টেটে ৩২টিসহ ট্রাম্পের প্রাপ্ত মোট ইলেক্টোরাল কলেজ ভোট সংখ্যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা) ২৪৭টি।

 

ট্রাম্পের চেয়ে অনেক পিছিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তিনি পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট।

 

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ হচ্ছে। এগুলোর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি- দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য।

 

নির্বাচনের আগে থেকেই সবার নজর ছিল দোদুল্যমান রাজ্যেগুলোর দিকে। সেই রাজ্যগুলো হলো- জর্জিয়া, এরিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা এবং উইসকনসিন। এখন যে পরিস্থিতি, তাতে দুটিতে জয়সহ সবকটিতেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন