চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পর্যটকদের মন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

পর্যটনবান্ধব কক্সবাজার গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণের উদ্যোগ

কক্সবাজার সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৪ | ৮:০৬ অপরাহ্ণ

বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইজিবাইক চালকদের পুলিশ লাইন্সে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

 

আজ মঙ্গলবার ( ৫ নভেম্বর)  সকাল ১০ টায় জেলা পুলিশ, কক্সবাজারের উদ্যোগে এবং ইউএনডিপির সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে হলে সুরক্ষিত পরিবেশ গড়ে তোলা জরুরি। ইজিবাইক চালকরা পর্যটকদের প্রথম সংস্পর্শে আসেন, তাই তাদের আচরণ ও দক্ষতা পর্যটকদের মন জয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মো: মাসুদ করিম বলেন, ইউএনডিপি কক্সবাজারের স্থায়ী উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিও তারই একটি অংশ। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণের মাধ্যমে ইজিবাইক চালকরা আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠবে এবং পর্যটকদের সেবায় নতুন মাত্রা যোগ করবে।

 

এই কর্মশালায় ইজিবাইক চালকদের রাস্তা চলাচলের নিয়ম, যানবাহন পরিচালনার দক্ষতা, যাত্রীদের সাথে সুশীল আচরণ, পর্যটন স্পট সম্পর্কে তথ্য, প্রাথমিক চিকিৎসা এবং দুর্ঘটনা প্রতিরোধের উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

জেলা পুলিশ, কক্সবাজার ইতিমধ্যেই পর্যটন এলাকায় চালকদের ডাটাবেস “কক্স-ক্যাব” তৈরি করেছে। এই ডাটাবেসের তথ্য পর্যালোচনা করে নিয়মিত চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। 

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট