চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়িতে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন শুরু

খাগড়াছড়ি সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার খাগড়াছড়ি সদর কৃষি বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছীরুল আলম।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান। তিনি বলেন, পাহাড়ে অধিক ফসল ফলাতে হলে, ইঁদুর নিধন করতে হবে। কেননা ইঁদুর নানা ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এজন্য তিনি কৃষক তথা সকলকে সতর্ক হয়ে ইঁদুর নিধন করার জন্য আহ্বান জানান।

 

এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। অনুষ্ঠানে কৃষক, কৃষি কর্মকর্তা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি জীবিত ইঁদুরকে পানিতে ডুবিয়ে মেরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট