টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।সোমবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আলম (১৯) উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে ছোট একটি ব্যাগসহ এক ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। বিজিবির সদস্যরা ওই ব্যক্তিকে থামার জন্য নির্দেশ দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি ১টি বন্দুক, ৫ টি গুলি ও ১টি গুলির খালি খোসা।
তিনি আরও বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে তিনি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। সে ইতোপূর্বে টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়ি-ঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর