বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সন্ত পরিষদের শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ পরিতোষানন্দ ব্রহ্মচারী, শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, শ্রীমান সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ বাবাজী ও সমন্বয়ক জুয়েল আইচ, লিংকন তালুকদার, সুব্রত দাশ আকাশ, অমিত পারিয়ালসহ অন্যরা।
স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতার ৫৩ বছরে সনাতনীরা শুধু বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কোনো সরকার সাম্প্রদায়িক হামলার কোন বিচার করেনি। ফলশ্রুতিতে বিচারহীনতার সংস্কৃতির কারণে হামলাকারীরা এই ধরনের ঘটনায় সাহস পাচ্ছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। কিন্তু সেই নতুন বাংলাদেশেও সনাতনী সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আমরা সনাতনীদের সুরক্ষায় এবং বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের প্রাণের ৮ দফা দাবি আপনার কাছে তুলে ধরেছি। কিন্তু দুঃখের বিষয় এই ৮ দফা দাবি তুলে ধরার কারণে আমাদের সাধুসন্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা রাষ্টদ্রোহ মামলা দেওয়া হয়েছে। কিন্তু তারা সেই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। আপনি নোবেলজয়ী, আপনি কোনো বৈষম্য চান না। আশাকরি আপনি মিথ্যা মামলাটি প্রত্যাহার করে সনাতনীদের মনের ভাষা বুঝতে পারবেন এবং ৮ দফা দাবি পূরণ করবেন। সনাতনীরা আপনাকে আজীবন স্মরণ করবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ