চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

দীর্ঘ যানজটে দুর্ভোগ সৃষ্টি

স্বতন্ত্র পরিদপ্তরসহ ৬ দাবিতে আইএইচটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ৬:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ছয় দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ফৌজদারহাটস্থ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলিজর (আইএইচটি) শিক্ষার্থীরা।

 

রবিবার (৩ নভেম্বর) দুপুরে তারা মিছিল সহযোগে সভা ও অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে অনুরোধ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত আইএইচটির শিক্ষার্থীরা রবিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসে জড়ো হয়ে ৬ দফা দাবিতে মিছিল সহযোগে প্রতিষ্ঠানের সামনে মহাসড়কে এসে একত্রিত হন। পরে সেখানে তারা সভা করে তাদের দাবি মেনে নেবার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। পরে তারা দীর্ঘ ১ ঘণ্টারও বেশি মহাসড়কের উপর অবস্থান করলে তীব্র যানজট সৃষ্টি হয়।

 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিস্টদের দশম গ্রেড, স্নাতক ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড প্রদান, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদান ও সকল কোর্সের বিএসসি এমএসসি বি ফার্ম কোর্স চালু করে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে হবে।

 

এ সময় পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করতে থাকলে দুপুর ১২টার দিকে মহাসড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এতে আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

 

ফৌজদারহাট আইএইচটির অধ্যক্ষ নুপুর কান্তি দাস বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ রবিবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবিতে একটি মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা মহাসড়ক ছেড়ে দেয়।

 

অধ্যক্ষ নুপুর কান্তি দাস বলেন, তাদের দাবির বিষয়ে কলেজ ক্যাম্পাসে কিছু করণীয় নেই। এর আগে গত ২০ অক্টোবর শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। ওই স্মারকলিপি তিনি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছেন।

 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আইএইচটি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে একটি সভা করেছে। মহাসড়কের যানজট সৃষ্টি হওয়ার কারণে তাদের অনুরোধে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেয়। ফলে যানজট তেমন হয়নি। এছাড়া কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট