চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

নভেম্বর জুড়ে করদাতাদের দেওয়া হবে বিশেষ সেবা

আয়কর উৎসব শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২৪ | ১২:২৩ অপরাহ্ণ

আজ (৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস। ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের প্রতিটি সার্কেল অফিসে উৎসবমুখর পরিবেশে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। করদাতাদের সুবিধার জন্য আয়কর মেলার আদলে রিটার্ন জমা নেওয়া হবে। প্রতিটি সার্কেল অফিসে স্থাপন করা হবে বিশেষ বুথ এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টার।

 

এছাড়া রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করে রিটার্ন গ্রহণের পরিবেশকে আকর্ষণীয় করে তোলা হবে। একই সঙ্গে রিটার্ন দাখিলকারীদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্রের সঙ্গে মিলবে কর সংক্রান্ত সব তথ্য। করদাতারা চাইলে অনলাইনেও কর দিতে পারবেন। এক পৃষ্ঠার রিটার্ন দাখিল পদ্ধতিও থাকবে। পাশাপাশি ই-চালান ও নতুন টিআইএন করার সুযোগও থাকবে।

 

আজ (৩ নভেম্বর) রোববার বেলা ১১টায় নগরের আগ্রাবাদে পিএইচপি ফেলিকন মাহজাবিন ভবনে আয়কর তথ্য-সেবা মাসের উদ্বোধন করবেন কর বিভাগের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার মো. আবদুস সোবহান, চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কমিশনার শামিনা ইসলাম, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মঞ্জুর আলম, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কমিশনার আয়শা সিদ্দিকা শেলী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু তাহের উপস্থিত থাকবেন।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট