চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ডা. শাহাদাতের শপথ কাল

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২৪ | ১:০৬ অপরাহ্ণ

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দলের সাবেক নগর আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন আগামীকাল ৩ নভেম্বর (রবিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণ করবেন। বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টায় শপথ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে, ডা. শাহাদাত হোসেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানা গেছে।
বিএনপির একটি সূত্র জানান, শপথ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী, গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বর্তমান আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহসহ দলের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। তাছাড়া শপথ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিতি থাকবেন বলেও জানা গেছে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীও ঢাকা যাচ্ছেন বলে জানা গেছে।

জানতে চাইলে ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী দৈনিক পূর্বকোণকে বলেন, ‘শপথ গ্রহণশেষে মেয়র মহোদয় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঢাকাস্থ মাজারে যাবেন। সেখানে জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে তিনি ‘মহানগর প্রভাতী’ ট্রেন যোগে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বেলা ১২টায় চট্টগ্রামে এসে পৌঁছবেন। চট্টগ্রাম রেল স্টেশনে তিনি দলের নেতাকর্মী ও সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যশেষে হযরত আমানত শাহ (রা.) ও হযরত বদর শাহ (রা.) মাজারে গিয়ে জিয়ারত করবেন। এরপর তিনি লালদিঘি পাড় সংলগ্ন চট্টগ্রাম সিটি করপোরেশনে সম্মেলন কক্ষে যাবেন এবং চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।

মতবিনিময় শেষে তিনি চসিক ভবনে যাবেন, সেখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। এরপর ওইদিন বিকেলে তিনি পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ ফালাহ গাজী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে বাবার কবর জেয়ারত করে বাসায় পৌঁছবেন।’

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্ব›দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগে ওই বছরের ২৪ ফেব্রæয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে রেজাউল করিমসহ ৯ জনকে বিবাদী করে মামলা করেছিলেন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। আদালত গত পহেলা অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করেন। ওই দিন আদালত ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে সরকারকে নির্দেশ দেন। আদালতের এ রায়ের ৮ দিনের মাথায় গত ৮ অক্টোবর নির্বাচন কমিশনার সচিব শফিউল আজিম এ বিষয়ে একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট