চট্টগ্রাম উত্তর জেলার জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন আলাউদ্দীন সিকদার। পরে তিনি শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেওয়ানজী পুকুর লেনস্থ কার্যালয়ে উত্তর জেলা জামায়াতের মজলিশে শূরার বিশেষ অধিবেশন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। এ সময় তিনি নব-নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, উত্তর জেলা হল শহীদের জনপদ, এখানে সংগঠনের সদস্যদের দায়িত্ব হল তার জন্য দোয়া ও প্রদত্ত দায়িত্ব পালনে সহযোগিতা করা। দায়িত্বশীলের যোগ্যতা থাকলেও সকলের সহযোগীতা না থাকলে দায়িত্ব পালন কঠিন হয়ে যায়। সাহাবীরা রাসুল্লাহ (সাঃ) কে যদি সহযোগীতা না করত তার দায়িত্ব পালন কঠিন হয়ে যেত।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর শাহাজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, জেলা কর্মপরিষদ ও শূরার সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/ইব