চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছিনতাই-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামলেন বাংলাবাজারের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

১ নভেম্বর, ২০২৪ | ১২:১৯ অপরাহ্ণ

চাঁদাবাজি-চুরি ও ছিনতাইয়ের প্রতিবাদে স্ট্র্যান্ড রোড ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে মানবন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন।

 

গতকাল বৃহস্পতিবার নগরীর রশিদ বিল্ডিং বাংলাবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ’ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাবাজার এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, দোকান ও বাসা বাড়ি থকে লুট করছে মনির হোসেনের নেতৃত্বাধীন একটি চক্র। প্রকাশ্যে রামদা, ছুরি, চাপাতি নিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে, বাসা-বাড়িতে হামলা ও লুটপাট চালায় তারা।

 

গত তিন বছর ধরে এলাকাবাসী মনির হোসেন গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ। বক্তারা আরও অভিযোগ করেন- বাংলাবাজার এলাকায় ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু মনির হোসেন গ্রুপের হামলা, লুটপাট ও মারধরের কারণে সবাই অতিষ্ঠ। বন্ধ রাখতে হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতেও রেহাই মিলছে না। তালা ভেঙে দোকানের শাটার কেটে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে মনিরের গ্রুপ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সেকান্দার মিঞা, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুর মোহাম্মদ, মোহাম্মদ জাহেদ প্রমূখ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট