চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন, ৩২ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অভিযান চালিয়েছে। এ অভিযানে জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৩২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ বুধবার (৩০ অক্টোবর) জেলার বিভিন্ন বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা রোধে গঠিত ‘বিশেষ টাস্কফোর্স’ একটি অভিযান পরিচালনা করেছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে জেলা প্রশাসক মো. সালাউদ্দিনের নির্দেশে জেলার কক্সবাজার সদর, ঈদগাঁও, উখিয়া, পেকুয়া, চকরিয়া, টেকনাফ, রামু ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ টাস্কফোর্স এ অভিযান চালায়। এই অভিযানে বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা, সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৩২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামীন হোসেন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য একটি বড় সমস্যা। আমরা চাই সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারুক। এই অভিযান অব্যাহত থাকবে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এই অভিযানের ফলে জেলায় দ্রব্যমূল্য কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করছে সচেতন মহল।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট