চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪ | ৫:৫২ অপরাহ্ণ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি অন্তর্বর্তী সরকার। সংস্থাটির কার্যালয় করার বিষ‌য়ে এখন পর্যন্ত আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে।

 

সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের সঙ্গে সাক্ষাৎ করেন। প‌রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

 

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার বিষ‌য়ে তৌ‌হিদ হো‌সেন বলেন, বিষয়টা নি‌য়ে আলাপ-আলোচনা চলছে। এটা পরীক্ষা ক‌রে দেখা হচ্ছে। এটি প্রকৃত অবস্থান। আসলে এখনও কো‌নো সিদ্ধান্ত এ পর্যন্ত হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিস দেওয়া হবে বা অফিস দেওয়া হবে না– এটাও বলা হ‌য়‌নি। আমরা বিষয়টা এখনও পরীক্ষা-নিরীক্ষা ক‌রে দেখছি।

 

এ বিষ‌য়ে প্রস্তাব আছে কি না– জান‌তে চাইলে তিনি বলেন, ফরমালি লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়‌নি কিন্তু কথাবার্তা হ‌য়ে‌ছে। মানবা‌ধিকা‌রের অফিস দি‌লেই সব কাজ হ‌য়ে যাবে, এটা মনে করার কো‌নো কারণ নেই। খুব অল্প কিছু দেশেই তা‌দের অফিস আছে। আমরা দেখি, আমা‌দের প্রয়োজন আছে কি না।

 

এদিকে, মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

 

প‌রে তিনি সাংবাদিকদের বলেন, খুব বড় একটা সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। শিগগিরই এ কার্যালয় চালু হবে। কার্যালয় হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করতে পারবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

 

জুলাই-আগস্টের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের অগ্রগতি এবং টুর্কের সঙ্গে আলোচনার বিষ‌য়ে তৌ‌হিদ হো‌সেন বলেন, প্রতিবেদন আকারে কো‌নো কিছু দেওয়া হয়নি। আলাপ ক‌রে গেছে তারা। কিছু কথা বলে গেছে। আমি জান‌তে চেয়েছিলাম কত সময় লাগবে? তারা বলেছে, প্রতিবেদন দি‌তে আরও এক মাসের মতো সময় লাগবে।

 

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ৫ আগস্টের পর মানবাধিকার লঙ্ঘন নিয়ে চাইলে তদন্ত কর‌তে পারবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট