চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা 

৩০ অক্টোবর, ২০২৪ | ৪:৫৮ অপরাহ্ণ

টেকনাফের নাফনদী থেকে একটি এলজি, চার রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৯), উখিয়ার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলে মো. এনায়েতুল্লাহ (২৬) ও একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মো. আলম (২৩)।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহীউদ্দীন আহমদ। তিনি জানান, মঙ্গলবার রাতে নাফ নদীর কিনারায় লেদা খালেরমুখ থেকে একটি নৌকা দিয়ে কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের দিকে যাওয়ার খবর পেয়ে অভিযার পরিচালনা করা হয়। এসময় তিনজনকে নাফ নদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসতে দেখতে পায় টহলদল। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। আটকের পর তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট