চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪ | ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ‘সজিব জুস ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। খরব পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরও জানান, কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হতে পারিনি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটি লোহার কাঠামোর ওপর গড়ে তোলা হয়েছে। এই কারখানায় আগুনের কারণে পাশের একটি আবাসিক ভবনের বেশকিছু বাসিন্দা ধোঁয়ার কারণে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট