চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চকরিয়ায় অভিযান, জরিমানা

চকরিয়া প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৫৬ অপরাহ্ণ

সরকার ঘোষিত নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে কাঁচা বাজারে বেশকিছু দোকানে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা টানা চার ঘণ্টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

 

তিনি বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল এবং স্বাভাবিক রাখতে চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানো ও নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়ার অপরাধে নয়টি দোকানদারকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট