চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফ্রিজে বাসি খাবার, চট্টগ্রামের সাকিব রেস্টুরেন্টকে জরিমানা

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৪ | ৭:৪৫ অপরাহ্ণ

পাঁচলাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে বাসি খাবায় ‘সাকিব রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ষোলশহর চিটাগং শপিং কমপ্লেক্সের পাশের ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

তিনি বলেন, ‘সাকিব রেস্টুরেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ফুডস প্রতিষ্ঠানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ, অননুমোদিত কেমিকেল ব্যবহার, ভাতসহ বিভিন্ন বাসি খাবার পুনরায় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট