চট্টগ্রামের হাটহাজারীতে দ্বিতীয় দিনের মতো কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান শুরু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমিতে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রম পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) কামাল উদ্দিন, দুই বিদ্যালয়ের প্রধান মো. জাফর উল্লাহ, মো. আলমগীর, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, মো. এনাম চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, মনসুর মেম্বারসহ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী। ভ্যাকসিন প্রদান করেন স্বাস্থ্য সহকারী মো. হুমায়ুন রশিদ চৌধুরী ও উম্মে সাইমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, জরায়ুমুখ ক্যান্সার টিকা দ্বারা প্রতিরোধযোগ্য একটি রোগ। তাই ১০-১৪ বছরের কিশোরীদের এ ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রতিবছর জরায়ুমুখ ক্যান্সারে বাংলাদেশে পাঁচ হাজার মহিলা মারা যায়। এক ডোজ এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ