চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৪ | ২:১৩ অপরাহ্ণ

উত্তর গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ খবর জানায়।

 

খবরে বলা হয়, ইসরায়েল উত্তর গাজার বেইট লাহিয়া এলাকায় হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যা করেছে।

 

এ হামলার পর দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) গাজা উপত্যকায় নৃশংসভাবে মানুষ হত্যা বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে। সিএআইআর বলছে, গাজা উপত্যকায় নির্মমভাবে মানুষ হত্যা বন্ধে উদ্যোগ গ্রহণ করা উচিত।

 

এদিকে, শনিবার ইরানের রাজধানী তেহরান, খুজেস্তান ও ইল্লাম প্রদেশের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলায় ইরানের পাঁচ সেনা নিহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শোক প্রকাশ করেছেন।

 

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস হামলা চালালে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২০০ ইসরায়েলি নাগরিককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

 

অপরদিকে, ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত ৪২ হাজার ৮৪৭ জন নিহত ও ১ লাখ ৫৪৪ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন