চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চাকসু ভিপির মৃত্যুতে সাবেক উপাচার্য আবু তাহেরের শোক

চবি প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৪ | ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দিন আর নেই।

 

গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে নয়টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। তাঁর মৃত্যেুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ও ইউজিসির সদস্য প্রফেসর ড. আবু তাহের।

 

পারিবারিক সূত্র জানায়, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত শুক্রবার হাসপাতালে তাঁর কিডনি ট্রান্সপ্লান্টেশন অপারেশন হয়। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর তিনজন পুত্র সন্তান রয়েছে।

 

উল্লেখ্য, ১৯৯০ সালে অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি পদে জয়ী হয়েছিলেন নাজিম উদ্দিন। ছাত্র রাজনীতি ছাড়ার পর নাজিম উদ্দিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। 

 

পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নাজিম উদ্দিনের নেতৃত্বে “প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম” নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজিম উদ্দিন।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট