চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন চট্টগ্রামে  গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৪ | ৭:৩৮ অপরাহ্ণ

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ চট্টগ্রামে আটক হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর খুলশী থানাধীন তুলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

 

তিনি বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে ঢাকার পল্টন থানার হত্যা ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

হেলালুদ্দীন আহমদ ১৯৮৮ সালে ৭ম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হন তিনি। সর্বশেষ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ২০২২ সালের মে মাসে অবসর নেন। পরবর্তীতে ২০২৩ সালে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হন এবং চলতি বছরের ৮ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট