চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারী সদরে ডিম-সবজি সুলভ মূল্যে বিক্রয় শুরু

হাটহাজারী সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৪ | ৭:৫২ অপরাহ্ণ

হাটহাজারী সদরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখাতে সূলভ মূল্যে ডিম ও সবজি বিক্রয় কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশসান।

 

বুধবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিস অফিসের সামনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

 

জানা যায়, বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বাজার দর সহনীয় রাখার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।

 

এ সসয় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, পৌর নির্বাহী কর্মকর্তা বেলাল আহমদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত)নিয়াজ মোরশেদ। প্রতিদিন বিকাল তিনটা থেকে বিক্রয় কেন্দ্র চলমান থাকবে।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট