কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে হাতির আক্রমণ তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাতে ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালুমঘাট চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে পাহাড় থেকে একটি হাতি জনবসতি এলাকায় আসার খবর চাউর হয়। এ সময় পাড়ার অন্য লোকদের মতো তাহেরাও হাতি দেখতে ঘর থেকে বের হয়। রাস্তায় পৌঁছামাত্রই বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এ সময় হাতি তাকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি ( জিডি) দায়ের করেছি। বিষয়টি উপরের দপ্তরেও অবহিত করেছি।
পূর্বকোণ/এএইচ