চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সারদায় পুলিশের ২৫০ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৪ | ১২:১৪ অপরাহ্ণ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জনের ক্যাডেট এসআইয়ের (উপ-পরিদর্শক) মধ্যে ২৫০ জনের বেশি প্রশিক্ষণার্থীকে অব্যহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) এডিশনাল ডিআইজি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। এটি শেষ হবার কথা ছিল ৪ নভেম্বর।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ একাডেমি সারদা অথবা পুলিশ সদর দপ্তরের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে সূত্র জানিয়েছে, ঠিক সময়ে ক্লাসে যোগ না দেওয়া, ঊর্ধ্বতনদের কমান্ড ফলো না করা, নিজেদের কারও কারও সঙ্গে মারামারি, প্রশিক্ষণে ফাঁকি দেওয়া, অনৈতিক সর্ম্পকে জড়িয়ে যাওয়াসহ বেশ কিছু অভিযোগ দেখিয়ে অব্যাহতি এসব প্রশিক্ষণার্থী এসআইদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজও হঠাৎ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। এর মধ্যে সারদায় ২৫০ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়ার হলো।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট